• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা আইন সংস্কার: প্রায়োগিক শাসনই আইনের সার্থকতা : মাওলানা আতিকুর রহমান কামালী সরিষাবাড়ীতে কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে তিন উপজেলার দুঃখ’ চণ্ডিডহর: একটি সেতুর অপেক্ষায় দিরাই-শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের লাখো মানুষ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও দোয়ারাবাজারে দিনব্যাপী গণসংযোগ করেছেন সুনামগঞ্জ-৫ আসনের জমিয়তের প্রার্থী আলহাজ্ব নূরুল হক সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন রওজাতুল কুরআন মাদরাসা হরিনগর-৫ম বার্ষিক ওয়াজ মাহফিল-১৩ ডিসেম্বর আজ প্রস্তুতি সভা সম্পন্ন সত্তরে ইকবাল কাগজী বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা দোয়ারাবাজারের এহসানুল হক ধ্রুব

সড়কের বেহালদশা ধানক্ষেত মাড়িয়ে কবরস্থানে লাশ নিয়ে গেলেন স্বজনেরা

রিপোর্টার নাম : / ১০৩ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

◑◑সৈয়দ মোহাম্মদ কায়সার◑◑ চট্টগ্রাম

চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে বিলের ধানক্ষেত মাড়িয়ে দাফনের জন্য লাশ নিয়ে যাওয়া হচ্ছে

চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দাশখালীপাড়ার গ্রামীন এলাকার একমাত্র রাস্তাটি কাঁচা। দীর্ঘবছর ধরে রাস্তাটির ২০ ফুট এলাকায় এমন দৈন্যদশা হলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ ভঙ্গুর রাস্তাটি সংস্কার বা মেরামতে গেল কয়েকবছরে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থার মধ্যে চলাচলের অনুপযোগী রাস্তা দিয়ে স্থানীয় এলাকাবাসীর নিত্যদিনের চলাচলে দুর্ভোগের যেন শেষ নেই।

সর্বশেষ গতকাল রোববার (২২ জুন) ঢেমুশিয়া ইউনিয়নের দাশখালী পাড়ার একজন ব্যক্তি মারা গেলে তাঁর লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যেতে গিয়ে ভঙ্গুর রাস্তার কারণে চরম বিড়ম্বনার সম্মুখীন হন মৃত ব্যক্তির স্বজন ও স্থানীয় এলাকাবাসী। এ অবস্থায় নিরুপায় হয়ে স্বজন ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার ঘুরে বিলের ধানক্ষেত মাড়িয়ে কবরস্থানে দাফনের জন্য লাশ নিয়ে যেতে বাধ্য হয়েছেন। ধানক্ষেত মাড়িয়ে লাশ নিয়ে যাওয়ার একটি ভিডিও চিত্র গতকাল দুপুরে স্থানীয় বিভিন্ন লোকজনের ব্যক্তিগত ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর গ্রামীন রাস্তার এমন পরিস্থিতি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

গ্রামীণ রাস্তার এমন বেহাল দশার বিষয়টি নিশ্চিত করেছেন ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী রিদুয়ান হাফিজ। তিনি বলেন, ঢেমুশিয়া ইউনিয়ন প্রতিষ্ঠার পর অনেক চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন। কিন্তু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশখালী পাড়ার রাস্তাটি অবহেলিত রয়ে গেছে। কোনো সময় উন্নয়নের ছোঁয়া লাগেনি এ রাস্তায়। মাত্র ২০ ফুট ভাঙা রাস্তার কারণে আজকে প্রায় এক কিলোমিটার এলাকা ঘুরে বিলের ধানক্ষেত মাড়িয়ে দাফনের জন্য লাশ বহন করতে বাধ্য হয়েছেন স্বজনেরা।

তিনি বলেন, ধানক্ষেত মাড়িয়ে হাঁটু পানিতে হেঁটে লাশ নিয়ে যাওয়ার ঘটনাটি প্রমাণ করে একটি এলাকা কতটা উন্নয়ন অবহেলার শিকার হয়েছে।

গতকাল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি খাটিয়ায় মৃতদেহ বহন করা হচ্ছে জল-কাদার ভেতর দিয়ে, খালি পায়ে, হাঁটু জলে। কখনো ডুবে যাচ্ছে মানুষের পা, কখনো হোঁচট খাচ্ছে কফিন বহনকারী স্বজনরা।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, দাশখালী পাড়ার রাস্তার এমন বেহাল দশার পেছনে রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি আর দায়িত্বহীনতা। স্থানীয় লোকজনের অভিযোগ, বহুবার এই সড়কের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ আসলেও সেসময়কার ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্ট প্রভাবশালীদের পকেটে চলে যায়।

মৃত ব্যক্তির স্বজনেরা আক্ষেপ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে আজ মাত্র ২০ ফুট রাস্তার বেহাল দশা থাকতো না। যদি তাঁরা (জনপ্রতিনিধিরা) সৎ থাকতো, আন্তরিক হতো তাহলে এলাকার রাস্তার উন্নয়ন হতো।

জনপ্রতিনিধিরা দায়িত্বহীন বলে আজ ভঙ্গুর রাস্তার কারণে বিলের ধানক্ষেত মাড়িয়ে দাফনের জন্য লাশ নিয়ে যেতে হলো। গ্রামীন রাস্তার এমন পরিস্থিতি বলে দেয়, মরার পরও একজন মানুষকে সম্মান নিয়ে বিদায় নেওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ বিষয় নিয়ে স্তানীয় ওয়াড মেম্বার এর মোটোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথে ফোন কেটে দেয়,

এব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, সড়কের বেহাল দশার কারণে মরদেহ ধানক্ষেত মাড়িয়ে দাফনের জন্য নিয়ে যাওয়ার দৃশ্যটি নিঃসন্দেহে একটি অমানবিক ঘটনা। তিনি বলেন, ভিডিও চিত্র আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে দাশখালী পাড়ার রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/