••হাসিব বিন জাহাঙ্গীর•• গাজীপুর
গাজীপুর জেলার কোনাবাড়িতে
মঙ্গলবার (২৪জুন) সকাল ৮টায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়, তবে বাসটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে, এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই ঘটনা আবারো দেশের সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
https://slotbet.online/