◑◑তাইজুল ইসলাম◑◑ প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নং রনগোপালদী ইউনিয়নের উত্তর রনগোপালদী গ্রামের (১নং ওয়ার্ড) শারীরিক প্রতিবন্ধী অসহায় ইসহাক মিয়ার পাশে দাঁড়িয়েছে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশন।
জানা যায়, ইসহাক মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে চরম কষ্টে দিন পার করছেন। তাঁর অসহায়তার বিষয়টি আইন বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান সংগঠনের কাছে তুলে ধরলে প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি মানবিক সহানুভূতির পরিচয় দেয়। সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে ইসহাক মিয়ার জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন।
পরে আজ রোববার-২৯ জুন দুপুর ১২টা ৩০ মিনিটে, সংগঠনের পক্ষে মোঃ মেহেদী হাসান ইসহাক মিয়ার হাতে এই সহায়তা তুলে দেন।
এসময় মোঃ মেহেদী হাসান বলেন;
“একজন অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাই আমাদের সফলতা। সংগঠনের পক্ষ থেকে এটি একটি ছোট্ট প্রয়াস মাত্র।”
এই মানবিক সহযোগিতাকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির ভিত্তিকে আরও সুদৃঢ় করে।
বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়বে এটাই সকলের প্রত্যাশা।
https://slotbet.online/