◑সাহাবুল করিম◑ বিশ্বম্ভরপুর
২০২৪ সালের জানুয়ারীতে খুন হয় আবু সুফিয়ান। সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ২ নং ওয়ার্ডের খিরধরপুর গ্রামের বাসিন্দা জনাব আলী আহমদ’র পুত্র মোঃ আবু সুফিয়ান(২৮)।
এই নৃশংস হ*ত্যার লা*শ খোজে পাওয়া যায় একই ইউনিয়নের লখা চৌরাস্তা ব্রীজের উত্তর পশ্চিমপার্শ্বে। এই হ*ত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও খু*নীদের সনাক্ত করে দ্রুত বিচারের দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলার বিপ্লবী চত্ত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান-গত ২২ জুন ফতেপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতগাঁও নতুন বাজারে আরও একটি মানববন্ধন করেন স্থানীয়রা।তাদের দাবী ছিল এক মাসের মধ্যে এই হ*ত্যার মূল রহস্য উদঘাটন করে আসামী সনাক্ত করে বিচারের প্রক্রিয়ায় না আনা হলে আরও কঠোর কর্মসূচীর ডাক দিবেন তারা।
আর তাই এরই ধারাবাহিকতায় আজ ২৯ শে জুন ২০২৫ ইং উপজেলার বিপ্লবী চত্বরে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।
জানা যায় বর্তমানে এই মামলার তদন্ত করছেন পিবিআই।
আবু সুফিয়ানের বাবা বলেন,”প্রথম দিকে মামলার তদন্ত করেছেন বিশ্বম্ভরপুর থানার সাবেক ওসি শ্যামল বনিক ও এস আই আঃশহিদ। তারা ১০ মাস তদন্ত করেছেন এবং গত ৮ মাস যাবৎ এই মামলার তদন্ত করছেন তদন্তকারী সংস্থা পিবিআই।
তারাও আমার সন্তান খুনের আসামী বের করতে পারছেন না? তাহলে কি এই দেশে বিচার নেই? আমার সন্তান খুনের বিচার হবে না? স্বৈরাচারের আমলে তো বিচার হয় নি,এখন কেন হচ্ছে না?
আমি আইনের সহযোগিতায় আমার সন্তান হ*ত্যার বিচার চাই”।
এলাকাবাসীও আইনশৃঙ্খলা বাহীনি সহ তদন্তকারী সংস্থা পিবিআই-এর কাছে জোর দাবী জানান যেন দ্রুত আসামী খুজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়।তা না হলে কঠোর থেকে কঠোর তম অবস্থানে তারা যাবেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কোহিনূর আলম,যুগ্ম আহ্বায়ক মোশাহীদ আলম,সদস্য সাহাবুল করিম,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনচার আলী,খিরধরপুর গ্রামের বাসিন্দা সৈয়দ আবু ইয়াহিয়া, মোঃ আলম মিয়া এবং খুন হওয়া আবু সুফিয়ানের পিতা মোঃ আলী আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের সদস্য মামুনুর রশীদ, দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের সাবেক সদস্য সচিব ইসমাউজ্জামান উজ্জল,কোহিনুর মিয়া,মাসুক মিয়া,ফারুখ মিয়া,নুর জামাল,নাহিদ হাসান,আঃলতিফ,মুনজুর আলী,আঃহাবিজ,মোহাম্মদ আলী,বাতিন মিয়া প্রমুখ সহ বিভিন্ন এলাকার লোকজন।
https://slotbet.online/