◑◑ডেস্ক রিপোর্ট◑◑
“৩০ জুন একটি জাতীয় দৈনিকের অনলাইন পোর্টালে ‘মাইনুদ্দিনের বিএনপি-প্রবেশের চেষ্টায় তৃণমূল বিএনপির ক্ষোভ”
শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা মাইনুদ্দিন এবং ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতা।
এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি বলেন, “আমার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না ।”
তিনি জানান, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপবাদ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির দুর্দিনের আন্দোলন৷ সংগ্রামের একজন সক্রিয় সমর্থক ছিলাম।
তিনি সংবাদ সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া উচিত ছিল।”
—
•মাইনুদ্দিন• বংশীকুন্ডা, মধ্যনগর,সুনামগঞ্জ।
৩০.০৬.২৫
https://slotbet.online/