••এম এইচ টুটুল••সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) বিকাল ৫টায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কৃষক দলের নেতৃবৃন্দ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আশাশুনি উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের আশাশুনি সদর ইউনিয়ন কৃষক দলের যুগ্নআহবায়ক মাশিউজ্জামান (খায়বার), সদস্য সচিব মোহাম্মদ তারিকুল আওয়াল পিন্টু, আব্দুল কাদের, শ্রীউলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাহান হোসেন , আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বি এন পির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও এলাকার স্থানীয় কৃষকরা।
বক্তারা বলেন, “বৃক্ষ আমাদের পরম বন্ধু। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবিকা এবং স্বাস্থ্য রক্ষাতেও ভূমিকা রাখে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হলে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।
https://slotbet.online/