◑মোঃ জুবায়ের হোসাইন◑ সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রানীপুরা গ্রামের পূর্ব শত্রুতার জেরে-৩ বছরের শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছে পাশের বাড়ির প্রতিবেশী মোঃ বেলাল হোসেন,মোহাম্মদ আলী ও ইসমাইল হোসেনদের উপরে।
ঘাস কাটাকে কেন্দ্র করে কালু মন্ডল এর ২য় ছেলের মোঃ অভি মন্ডল (১৮)ও মোঃ মুন্না মন্ডল (১৫) এর উপর সন্তাসী হামলা চালায়। মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন, সর্ব পিতা ইমান আলী, সর্ব মাতা: রেজিয়া বেগম।
কালু মন্ডলের বড় ছেলেকে হাতে আঘাত করলে হাত ভেঙে দেয়। এবং ছোট ছেলের মাথায় কু’প দিয়ে মাথা কেটে গিয়ে ৮ সেলাই দেয়া হয়েছে।
উপরোক্ত বিষয়কে কেন্দ্র করে-১ লা জুলাই মঙ্গলবার আনুমানিক-১২:৩০ দিকে কালু মন্ডলের ছোট ভাই সাইদুল মন্ডলের ছেলে মাহাদি (৩ বছর) কে অপহরণ করে ঈমান আলীর ৩ ছেলে , মোঃ বেলাল হোসেন (২০) মোহাম্মদ আলী(২৫) ইসমাইল হোসেন(২৯)
খোঁজা খুঁজির পরে এলাকার মানুষ পাগলের মত ছোটাছুটি করে।
পরবর্তীতে মসজিদের মাইকে মাইকিং করা হয়। আনুমানিক ২:৩০ দিকে এক প্রতিবেশী নুর আলম দোকানদার স্ত্রী নুর আলমকে জানান ইমান আলীর বাড়িতে কান্নার শব্দ পায়।পরবর্তীতে এলাকার লোকজন সে বাড়িতে যাইয়া বাথরুম থেকে শিশু মাহাদিকে উ’দ্ধার করেন।
এলাকাবাসী ইমান আলীর পক্ষের সবাইকে খোঁজাখুঁজি করে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে ঘরের মধ্যে দেখে ইমান আলীর ছোট ছেলে বেলাল কে বাড়িতে পায় এলাকাবাসি তাকে মারধরের চেষ্টা করলে শিশু মাহাদির বাবা মোঃ সাইদুল ইসলাম মন্ডল ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চায়।
পু্লিশ ঘটনার খবর পেয়ে বেলকুচি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া এবং সঙ্গীয় ফোর্স বেলকুচি আওতাধীন সেনাবাহিনীর টহল টিমসহ ঘটনাস্থলে আসেন।
এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ নুর আলম দোকানদার বলেন, এরা অনেক খারাপ লোক এদের বিরুদ্ধে অনেক স’ন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
এলাকার কারো সাথে তাদের বনিবনা হয় না। সব সময় মারামারি ঝগড়া বিবাদ নিয়েই থাকে। এদের নামে থানায় আরো অনেক মামলা রয়েছে। এলাকাবাসী এদের দৃষ্টান্তমূলক শা’স্তি দাবী করেন।
পরবর্তীতে শিশু মাহাদীর বাবা মোঃ সাইদুল ইসলাম মন্ডল থানায় গিয়ে মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ আলী, ইসমাইল হোসেনদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
https://slotbet.online/