◑◑মেরাজ বিন আসকর◑◑ তাহিরপুর প্রতিনিধ
যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন; নৌকাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) ভোররাতে জেলার বৃহত ভালো মহাল যাদুকাটা নদী থেকে ৪০০ঘনফুট বালুবর্তী নৌকা সহ আটক করেছে পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যাদুকাটা নদীসহ আরও যে কোনো স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলে, তা কঠোরভাবে দমন করা হবে। পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় হবে না।
https://slotbet.online/