•মোহাম্মদ দেলোয়ার হোসেন• বিয়ানিবাজার
সিলেটের বিয়ানিবাজারে সাঁপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) আনুমানিক দুপুরে-সাড়ে-১২ টায় উপজেলার মুল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের মরহুম ময়না মিয়ার মেয়ে আখলিমা আক্তার(২৩) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রতিবেশীরা জানান;
আখলিমা তার মেয়েকে স্কুল থেকে আনার জন্য ছাতায় হাত দিতেই একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাথে সাথে তাকে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি আনুমানিক ২ টায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
https://slotbet.online/