◑তাইজুল ইসলাম◑ পটোয়াখালী
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরআগস্তী গ্রামের আবাসন সংলগ্ন এলাকায় ইয়ুথ পাওয়ার পটুয়াখালী – গলাচিপা উপজেলা টিম এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব।
আয়োজনে এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মৌসুমি নানা রকম ফল বিতরণ করা হয়।
ফল পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, মুখে ফুটে উঠে প্রশান্তির হাসি।
সংগঠনের গলাচিপা উপজেলা টিমের সদস্য সাইদুল ইসলাম রবি বলেন; “আমরা চাই সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুরাও যেন ভালো কিছু পায়, হাসতে পারে, তাই এই ছোট আয়োজনের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।”
অনুষ্ঠানে উপস্থিত কিছু শিশু তাদের অনুভূতি জানিয়ে বলে “আমরা অনেক খুশি! এরকম আয়োজন যেন আবারও হয়।” এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
তারা বলে “আজকাল এমন মানবিক কাজ খুবই বিরল। ইয়ুথ পাওয়ারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, এ ধরনের কার্যক্রম যেন নিয়মিত চালিয়ে যায় এবং আরও বড় পরিসরে হয়।”
ইয়ুথ পাওয়ার পটুয়াখালী দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছে। মানবিকতা, ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকেই তারা সমাজের অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
https://slotbet.online/