শান্তিগঞ্জে সম্ভাব্য এমপি প্রার্থী মেজর(অবঃ) আশফাক শামী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
শুক্রবার(২৫ জুলাই) বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলার ভমবমি বাজারে এক উপস্থিত মতবিনিময় সভায় ওয়ার্ড বিএনপি নেতা হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও ছাদিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর (অবঃ)আশফাক শামী।
উপস্থিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন; জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আফরোজ আলী প্রমুখ।
এর আগে মেজর(অবঃ) আশফাক শামী শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী বাজার পয়েন্ট, একই এলাকার ডাবর পয়েন্ট এবং দরগাপাশা ইউনিয়নের মিনা বাজার ও ছয়হারা পয়েন্টে স্থানীয় মানুষজনের সাথে কুশল বিনিময় ও তাদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত মানুষজনও তাঁর প্রতি সমর্থন জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
https://slotbet.online/