পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে প্রাণ হারিয়েছেন খুলনার কিশোর মিয়া পারভেজ (১৭)। বুধবার সকাল ১১টায় কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন সৈকতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারভেজ খুলনা জেলার খালিশপুর এলাকার বাসিন্দা। তিনি খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে ওঠার পর, বুধবার সকালে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন পারভেজ। কিন্তু সাঁতার না জানার কারণে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তিনি। বন্ধুরা তীরে ফিরলেও পারভেজ আর ওঠে আসেননি।
দুর্ঘটনার পরপরই কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অভিযান শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পারভেজের মরদেহ উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক রুমান হাওলাদার বলেন; “ছেলেটি ডুবে যাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।”
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান “আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
পারভেজের মৃত্যুতে তার পরিবার ও বন্ধুরা শোকে ভেঙে পড়েছেন। কুয়াকাটা সৈকতে এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মাঝেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
https://slotbet.online/