বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি অনুমোদন দিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার ৫ টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি।
১১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১ জন আহ্বায়ক ও ১ জন যুগ্মআহ্বায়ক(স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন) দিয়ে গঠিত হয়েছে কমিটিগুলো।
কমিটিগুলোতে অনুমোদন স্বাক্ষর করেছেন যথাক্রমে-বিশ্বম্ভরপুুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রাজু আহমেদ ও ১ম যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুর রহমান আশিক।
এই কমিটিগুলো পরবর্তীতে প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গুলো গঠন করবেন। এই উপজেলার অধিনস্থ ইউনিয়ন গুলোর আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক গণের নাম যথাক্রমে- ফতেপুর ইউনিয়ন – রুহুল আমিন-আহ্বায়ক
শাহিনুল ইসলাম শাহিন-যুগ্ম আহ্বায়ক
দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন -আব্দুল হেকিম-আহ্বায়ক: মোঃ বকুল মিয়া-যুগ্ম আহ্বায়ক: সলুকাবাদ ইউনিয়ন –
আব্দুর রহমান-আহ্বায়ক: ফারুক হোসেন -যুগ্ম আহ্বায়ক; পলাশ ইউনিয়ন -জামাল উদ্দিন-আহ্বায়ক: আবু সিদ্দিক-যুগ্ম আহ্বায়ক: ধনপুর ইউনিয়ন-
লুৎফুর রহমান-আহ্বায়ক; মোঃজাকির হোসেন-যুগ্ম আহ্বায়ক
প্রত্যেক কমিটি কে অভিনন্দন জানাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা কর্মীরা।
https://slotbet.online/