ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর মাহিদা প্লাজায় শাখার আহবায়ক হাফিজ রাইয়্যান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
যুগ্ম আহবায়ক আছজদ আহমদ ও সদস্য সচিব ইবরাহিম খলিলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা ফজল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাঈদ আহমদ, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ গুলজার আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের, জেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা নাহিদ হাসান আযহারী প্রমূখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক জিয়াউল করীম।
কাউন্সিল অধিবেশনে প্রত্যেক ইউনিয়নের নির্ধারিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে রাইয়্যান আহমদকে সভাপতি, ইবরাহিম খলিলকে সাধারণ সম্পাদক ও রায়হান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া।
https://slotbet.online/