সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২:৩০টায় শুরু হয় খিদমাহ ব্লাড ব্যাংক ‘সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি’ এর এক দশকে পদার্পণ উদযাপনে বর্ণিল আয়োজন “রক্তবন্ধন-২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে উদ্বোধনী পর্বে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী আহমদ মারজান, উদ্বোধনী বক্তব্য প্রদান করেন খিদমাহ’ প্রতিষ্ঠা থেকে এযাবৎকালের উপদেষ্টা মুফতি নুরুজ্জামান সাঈদ
প্রধান অতিথির বক্তব্য রাখেন; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মউপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। এটি কেবল মানুষের জীবনই বাঁচায় না, এটি দাতার শরীরের জন্যও উপকারী। তিনি আরো বলেন- দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া বা ক্যান্সার রোগীদের প্রায়শই রক্তের প্রয়োজন হয়। তাই এরূপ মহৎ কাজে সকলকেই এগিয়ে আসা জরুরী।
সভাপতির বক্তব্য পেশ করেন খিদমাহ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুফতি আব্দুর রহমান কফিল।
উক্ত অনুষ্ঠানের সর্বশেষ পর্বে নাশীদ পরিবেশন করেছেন সিলেটের জনপ্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, সায়নান সায়েম, আকরাম বিন বাহার, মর্তুজা বিন আমিন,মুশাহিদ আল বাহার ও মাহফুজুর রহমান প্রমুখ।
https://slotbet.online/