সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) জুম্মার নামাযের পর মধ্যনগর উপজেলার বি এন পির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা স্মরণ করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
https://slotbet.online/