মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাদ এশা রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসায় অনুষ্ঠিত এক জরুরি পরামর্শ বৈঠকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৈঠকে তরুণ উলামাদের সমন্বয়ে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে আহ্বায়ক ও মুফতি রিজওয়ান রফিকীকে সদস্য সচিব করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
সভায় হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তরুণ আলেমগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ইন’আমুল হাসান ফারুকীর চিকিৎসা কার্যক্রম সাংগঠনিকভাবে পরিচালনা করবে হেফাজত। এ উদ্যোগ সফল করতে সংগঠনের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।
হেফাজতের দায়িত্বশীলরা ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে সংগঠন চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলো।
উপদেষ্টা পরিষদ–
১. মাওলানা সাজিদুর রহমান
২. মাওলানা মাহফুজুল হক
৩. মাওলানা জুনায়েদ আল হাবিব
৪. মাওলানা মামুনুল হক
৫. মুফতি মনির হুসাইন কাসেমী
কমিটি–
আহ্বায়ক : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
সদস্য সচিব : মুফতি রিজওয়ান রফিকী
সদস্য–
মুফতি জাকির হুসাইন কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতি জাবের কাসেমী, মুফতি কামাল উদ্দিন (উত্তরা), মুফতি আবু মুহাম্মাদ রাহমানী, মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), মুফতি আমজাদ হুসাইন আশরাফী, মুফতি লুতফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি আরিফ জাব্বার কাসেমী, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মুফতি উবায়দুর রহমান হুজাইফী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইহতেশামুল হক সাখি, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মোস্তফা ওয়াদুদ, মুফতি আব্দুল্লাহ তামিম, মাওলানা রাকিবুল ইসলাম রইস, ডাক্তার মুহাম্মাদ মশিউর রহমান (খিদমাহ হসপিটাল), মুহাম্মাদ রাকিবুল ইসলাম (খুলনা)।
https://slotbet.online/