এ ঘটনায় বুধবার বিকালে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় সাধারণ জিডি (জিডি নং ৯৯)করেছেন। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান চেয়ে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকতাপূর্ণ জরুরি সহযোগিতা কামনা করেছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টায় সর্বশেষ তাকে দিরাই রাস্তার মোড়ে দেখা গেছে। সুনামগঞ্জ জেলার জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকনউদ্দিন বলেন, উনি (মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী) সুনামগঞ্জ এসেছিলেন। আমাদের একজন জুনিয়র কর্মী সুমন আহমদী হুজুরকে যাওয়ার সময় সিএনজিতে তুলে দিয়েছে, দিরাই রাস্তায় গেছেন হুজুর। ১১টা ২০ মিনিট পর্যন্ত উনাকে দিরাই রাস্তায় একটি সিসি ক্যামেরা দেখা গেছে। সিসি ক্যামেরা থেকে বের হওয়ার পরে উনাকে আর পাওয়া যায়নি, ১১:২৫ এর দিক থেকে উনার মোবাইল ফোন বন্ধ!
মুস্তাক গাজিনগরীর স্ত্রী রুবি বেগম বলেন; এশার আযানের সময় আটটার দিকে বলছিলেন পাথারিয়া বাজার যাবেন। এরপরে আমি নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছিলাম। আমার মেয়ে পড়তে বসছিল, তাকে বলছি তোমার বাবা আসলে যেন আমাকে ডাক দিও। আমার মেয়ে অপেক্ষা করতে করতে দশটা একান্ন মিনিটে ফোন দিয়েছে, তখন তিনি বলছেন, আমি সুনামগঞ্জে আছি বাড়ীয়ে আসবো বলে ফোন রেখে দিয়েছেন। এর দুই মিনিট পরে তিনি আবার ফোন দিয়ে বলেছেন, আমি এক ঘণ্টার মধ্যে আসছি, এটাই ছিল শেষ কথা। এরপর সারারাত ফোন দিছি তখন আর কল যায় নি, সারারাত আর আমার ঘুম আসেনি।
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সাথে কারো কোন শত্রুতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কোন বিষয় যদি থাকে সেটা আমি জানি না। এছাড়া উনার সাথে ব্যক্তিগত কারো কোন দ্বন্দ্ব নেই।
এদিকে বুধবার রাত ৮টায় সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ—সভাপতির নিখোঁজ হওয়ায় প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন জমিয়তের কেন্দ্রীয় মহা মহাসচিব
মাও. মঞ্জুর রশীদ আফেন্দি। দলীয় ফেসবুক পেজে এক স্ট্যাটাসে উল্লেখ করা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ—সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। তিনি গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। একজন আলেমে দ্বীন ও সংগঠকের এ ভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার, এলাকাবাসী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে যারপর নেই উৎকণ্ঠা বিরাজ করছে। এমতাবস্থায় আমরা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকতাপূর্ণ জরুরি সহযোগিতা কামনা করছি।
বিবৃতিতে তিনি সবার কাছে নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সুস্থতার সাথে নিরাপদ ফিরে আসার জন্য দোয়া চেয়ে আরো বলেন, এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। দ্রুততম সময়ের মধ্যে আমরা তার সন্ধান দাবি করছি। একই সাথে এই ঘটনায় কোন চক্রান্ত বা অপহরণের আলামত থেকে থাকলে তাও খুঁজে বের করার আহবান জানাচ্ছি।
জানা গেছে, জেলা জমিয়তের সিনিয়র সহ—সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরীর নেতৃত্বে জেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের একটি টিম জেলা পুলিশ সুপার, জেলা র্যাব, জেলা সেনাবাহিনীর অফিসে অফিসে প্রয়োজনীয় তদবির চালাচ্ছেন।
টিমে রয়েছেন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, মাওলানা আব্দুর রকীব বিশ্বম্ভরপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল মুত্তাকিন হাসারচরী, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইন, জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, যুবনেতা হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা ও জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া প্রমূখ।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, উনার পরিবারের লোকজন বাদী হয়ে থানায় একটি জিডি করছেন। ওই জিডির আলোকে আমরা তথ্য সংগ্রহ করছি, আমাদের পাশাপাশি সদর থানাও কাজ করছে।।
https://slotbet.online/