কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আবে হায়াত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মোশাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেনসহ উপজেলা বিএনপি, আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব তালুকদার, শাহনেওয়াজ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক, টিটু রঞ্জন তালুকদার, মহিবুর রহমান মানিক, আব্দুল আলীম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, সদস্য সচিব সেফুল আহমেদ, ,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য তৌফিক খন্দকার, উপজেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মাহাবুব, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর,জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক চয়নিক দেবদানাথ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মাছুম, আকাশ, তুহিন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। প্রথম অধিবেশনে দলের সাংগঠনিক কার্যক্রম, চলমান আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, “বিএনপির জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
প্রথম অধিবেশন শেষে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।সভাপতি পদে: শাহেবুর আলম (ঘোড়া প্রতীক) ও সেনোয়ার হোসেন (চশমা প্রতীক)সহ-সভাপতি পদে: সাইকুল ইসলাম (মাছ প্রতীক) ও ফখর উদ্দিন (মোরগ প্রতীক)
সাধারণ সম্পাদক পদে: ইনামুল গনি রুবেল (থালা প্রতীক) ও নজরুল ইসলাম (ফুটবল প্রতীক)যুগ্ম সাধারণ সম্পাদক পদে: ইমারত হোসেন (মোমবাতি প্রতীক) ও শহীদ মিয়া (হারিকেন প্রতীক)সাংগঠনিক সম্পাদক পদে: ইকবাল হোসেন মণ্ডল (অটোরিকশা প্রতীক) ও রাসেল মিয়া (মোটরসাইকেল প্রতীক)।
দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. শাহেবুর আলম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এনামুল গনি রুবেল।সিনিয়র সহ-সভাপতি পদে মো. সাইকুল ইসলাম জয়ী হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ইমারত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মো রাসেল মিয়া
ভোটের বিস্তারিত ফলাফল ঘোষণা শেষে বিজয়ী নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর, নেতা-কর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।
https://slotbet.online/