আমরা সেই মানুষ হতে চাই, যে মানুষ হবে একজন মানবিক। মানুষ ও মবতার কল্যাণে ছুটে আসবে, মানুষের কষ্টে কষ্টিত হবে, যারা অসহায়ত্বে দিশেহারা তাদের পাঁশে দাঁড়াবে। এবং তারাই হচ্ছে সত্যিকারের মানবিক মানুষ।
আজক এমন-ই-একজন গুণী মানুষের সাথে পরিচয় করিয়ে দিব, যার মন কাঁদে গরীব দুঃখী ও অসহায় মানুষের জন্য। যাঁর কাছে চাওয়া মানে পাওয়া।
তিনি হলেন; জগন্নাথপুর উপজেলার পৌর ইউনিয়নের ইকড়ছই গ্রামের কৃতি সন্তান ইউকে প্রবাসী মুহাম্মদ সালমানুর রহমান। এলাকাবাসীর মন জুড়ে রয়েছে এই সদালাপী, নিরাহংকার মানুষটি,হাসি-খুশি ছাড়া তিনি কথা বলেন না। নিঃস্বার্থভাবে অসহায়-দরিদ্র মানুষের পাশে সব সময় নিজেকে বিলিয়ে দেন। অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ ও মসজিদ-মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সব সময় সহযোগিতা করে থাকেন। অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে তাদের আর্থিক সহযোতিা করেন নিঃশ্বার্থভাবে।
আমরা জগন্নাথপুরবাসি এরকম মানুষকে নিয়ে অনেক সপ্ন দেখি। এরকম মানুষ যদি সমাজ সেবায় এগিয়ে আসেন, আমরা বিশ্বাস করি সমাজের বৈষম্য দূর হবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।
যদি আমরা এরকম মানুষের সঠিক কদর করতে পারি,তাহলে পৌরবাসি উনার কাছ থেকে অনেক কিছু পাবে। আমাদের একটাই দাবি উনাকে পৌর মেয়র হিসাবে দেখতে চাই।
এ ব্যাপারে উনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন:
আমি একজন ক্ষুদ্র মানুষ,সব সময় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে, মনের তৃপ্তি মেটে।এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবো না, তাই আমি মানুষকে এতো ভালোবাসি। মানুষের শত আঘাত আমার কাছে তুচ্ছ মনে হয়।
তিনি আরো বলেন: যতদিন বেঁচে থাকবো,ততদিন যেন নিঃশ্বার্থভাবে মানুষের পাঁশে থাকতে পারি।
এটাই আমার প্রত্যাশা। মহান রাব্বুল আলামীন যেনো আমাকে সেই তৌফিক দান করেন।।
https://slotbet.online/